`আমার ঘরের চাবি পরের হাতে` – গানটির রচয়িতা কে?
লালন শাহ্
হাসন রাজা
পাগলা কানাই
রাধারমণ দত্ত
Explanation:
Correct Answer is: লালন শাহ্
বাউলসাধক লালন সাঁই রচিত কয়েকটি জনপ্রিয় গান- `জাত গেলো জাত গেলো বলে`, `আমার ঘরের চাবি পরের হাতে`, `আর আমারে মারিসনে মা`, `খাঁচার ভিতর অচিন পাখি`, `বাড়ির কাছে আরশী নগর`, `আমার ঘরখানায় কে বিরাজ করে`, `সময় গেলে সাধন হবে না`, `মিলন হবে কতদিনে`। মরমি কবি হাসন রাজার কয়েকটি জনপ্রিয় গান- `লোকে বলে বলেরে`, `বাউলা কে বানাইলো রে`, `সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো`।